-->

Toke Chara Valo Lage Na (তোকে ছাড়া ভালো লাগে না) LYRICS - Shawon Gaanwala

Toke Chara Valo Lage Na” song is sung by Shawon Gaanwala from “I Love You” Bangla Natok. Starring: Zaher Alvi and Ontora. Music composed by Ankur Mahamud and “Toke Chara Bhalo Lage Na” lyrics in Bengali written by Mehedi Hasan Limon.


🎧 SONG CREDITS
◘ Song: Toke Chara Valo Lagena
◘ Drama: I Love You
◘ Singer: Shawon Gaanwala
◘ Tune & Music: Ankur Mahamud
◘ Lyrics: Mehedi Hasan Limon
◘ Label: Eagle Music

📥 Audio download: Click Here

Toke Chara Valo Lagena by Shawon Gaanwala


🎼 TOKE CHARA VALO LAGENA - LYRICS IN BENGALI

কি যেন হলো আমার
তোকে ছাড়া ভালো লাগে না,
কেন এতো ভালোবাসি
আমি নিজেও তা জানিনা।

রাত-বিরাতে তোর পাড়াতে
নীলরঙা স্বপ্ন সাজাই,
মন মায়াতে, তোর কাছেতে
আমি আমাকে পাঠাই, আমাকে পাঠাই,
আমাকে পাঠাই,
তোর কাছেতে আমাকে পাঠাই।

তুই আমায় ভাবিস যদি
অবেলায়, অবসরে,
আমি আমায় দিয়ে দেবো
পুরোটাই তোর করে।

একটু ভালো বাসলেও তুই
আমি সবটুকু চাই,
মন মায়াতে, তোর কাছেতে
আমি আমাকে পাঠাই, আমাকে পাঠাই,
আমাকে পাঠাই,
তোর কাছেতে আমাকে পাঠাই।

তুই যখন ছুঁয়ে যাস মন
রংধনুর আবীর মেখে,
অসীম ভালোলাগাতে
ভাসি অন্তহীন সুখে।

আমি আমাকে ভুলে গিয়ে
তোর মাঝেতে হারাই,
মন মায়াতে, তোর কাছেতে
আমি আমাকে পাঠাই..
আমাকে পাঠাই, আমাকে পাঠাই,
তোর কাছেতে আমাকে পাঠাই,
তোর কাছেতে আমাকে পাঠাই।

***সমাপ্ত***

NOTE: If you find any mistake in this lyrics...Please let us know in comments box below..Thanks


Loved it ? Share it with your friends!

0 Response to " Toke Chara Valo Lage Na (তোকে ছাড়া ভালো লাগে না) LYRICS - Shawon Gaanwala"

Post a Comment