-->

Kichu (কিছু) Song LYRICS - Minar Rahman

Kichu” song is sung by Minar Rahman Bengali song from “Beautiful Liar” Bangla Natok. Starring: Apurba and Tanjin Tisha. Music composed by Minar and “Kichu Obhimani Jol” lyrics in Bengali written by Istiaque Ahmed.


🎧 SONG CREDITS
◘ Song: Kichu
◘ Drama: Beautiful Liar
◘ Singer: Minar
◘ Lyrics: Istiaque Ahmed
◘ Tune & Music: Minar Rahman
◘ Label: CD Choice

📥 Audio download: Click Here

Kichu by Minar


🎼 KICHU - LYRICS IN BENGALI

কিছু অভিমানী জল,
কিছু মেঘেদের দল,
কিছু ভুল কোলাহল মাখা ঋণ।
কিছু দখিনা হাওয়া,
কিছু না চেয়েও পাওয়া,
কিছু ভালোলাগা না লাগা দিন।

তোমার স্মৃতি কি আজ
ভুলে যাওয়া হবে না?
আমাকেই কেন রাখে ঘিরে?
ভুলতে চেয়েও দেখি
ভুলতে পারি না,
নাম ধরে ডাকে ফিরে ফিরে।

কিছু সময়ের ব্যবধান,
কিছু ভুল সুর ভুল গান,
ভুল করে গেয়েছিলে কবে?
আজও ভাঙে গড়ে মন,
হয়তো বা অকারণ,
বলে যায় ফের দেখা হবে।

তোমার স্মৃতি কি আজ
ভুলে যাওয়া হবে না?
আমাকেই কেন রাখে ঘিরে?
ভুলতে চেয়ে দেখি,
ভুলতে পারি না,
নাম ধরে ডাকে ফিরে ফিরে।

আজও কত চিঠি কত খাম,
হাওয়ায় উড়িয়ে দিলাম,
ঠিকানাটা হারালো যে কই?
ভেতরে কি লেখা ছিলো তা,
ধুলো জমা স্মৃতি হাহাকার
জানা হবে না তা কখনোই।

তোমার স্মৃতি কি আজ
ভুলে যাওয়া হবে না?
আমাকে কেন রাখে ঘিরে?
ভুলতে চেয়েও দেখি
ভুলতে পারি না,
নাম ধরে ডাকে ফিরে ফিরে।

কিছু অভিমানী জল,
কিছু মেঘেদের দল,
কিছু ভুল কোলাহল মাখা ঋণ।
কিছু দখিনা হাওয়া,
কিছু না চেয়েও পাওয়া,
কিছু ভালোলাগা না লাগা দিন।

***সমাপ্ত***

NOTE: If you find any mistake in this lyrics...Please let us know in comments box below..Thanks

Loved it ? Share it with your friends!

0 Response to "Kichu (কিছু) Song LYRICS - Minar Rahman"

Post a Comment