-->

Amar Tobu Akash Thake Baki (আমার তবু আকাশ থাকে বাকি) LYRICS - Mahtim Shakib

Amar Tobu Akash Thake Baki” song is sung by Mahtim Shakib. Music composed by Linkon and Sohag. Song Lyrics in Bengali written by Tanim Jaber. Mix and Master by Sohag Chakraborty.



🎧 SONG CREDITS
◘ Song: Amar Tobu Akash Thake Baki
◘ Singer: Mahtim Shakib
◘ Lyrics : Tanim Jaber
◘ Tune : Mahtim Shakib Rahman
◘ Mix n' Master: Sohag Chakraborty
◘ Composition : Linkon & Sohag


📥 Audio download: Click Here




🎼 AMAR TOBU AKASH THAKE BAKI LYRICS IN BENGALI

আমার তবু আকাশ থাকে বাকি
আমার তবু হয়না তারা গোনা,
তোমার যত কান্না ছিল মেখে, আমার
ছিল এক সাগর সম নোনা।

ফাঁকি আকাশে, ফাঁকি জীবন
ইচ্ছে করে তোমায় ছুঁয়ে দেখি ।
গল্পে পাখির হয়না মরণ
বাকির খাতা শূণ্য ফাঁকি।

আ আ...

তোমার ছিল ভাত শালিকের গল্প
আমার ছিল ছোট্ট পোষা ময়না,
আমার তবু রাত্রি বাকি অল্প
তোমার তবু একটু সময় হয়না।

তোমার ছিলো ভাত শালিকের গল্প
আমার ছিলো ছোট্ট পোষা ময়না,
আমার থাকে রাত্রি বাকি অল্প
তোমার যে হায় একটু সময় হয়না।

ফাঁকি আকাশে, ফাঁকি জীবন
ইচ্ছে করে তোমায় ছুঁয়ে দেখি ।
গল্পে পাখির হয়না মরণ,
বাকির খাতা শূণ্য ফাঁকি।

***সমাপ্ত***

NOTE: If you find any mistake in this lyrics...Please let us know in comments box below..Thanks

Loved it ? Share it with your friends!

0 Response to "Amar Tobu Akash Thake Baki (আমার তবু আকাশ থাকে বাকি) LYRICS - Mahtim Shakib"

Post a Comment