-->

Apon Mone Hoy (আপন মনে হয়) LYRICS - Imran Mahmudul

Apon Mone Hoy” song is sung by Imran Mahmudul from “Shongkot” Bangla Natok. Starring: Tawsif Mahbub, Saila Sabi, and Sarika Sabh. Music composed by Ayon Chaklader and Song lyrics in Bengali written by Snahashish Ghosh.


🎧 SONG CREDITS
◘ Song: Apon Mone hoy
◘ Drama Name: Shongkot
◘ Singer: Imran Mahmudul
◘ Lyric & Tune: Snahashish Ghosh
◘ Music: Ayon Chaklader
◘ Label: Laser Vision


📥 Audio download: Click Here

Apon Mone Hoy by Imran


🎼 APON MONE HOY - LYRICS IN BENGALI

খুব বেশি নয়, এই পরিচয়
তবুও তোমায় অনেক আপন মনে হয়,
যদি দূরে, থাকো সরে
বুকের ভেতর কেমন কেমন জানি হয়।

তুমি ছাড়া আমি নিঃস্ব একদমই
ছেড়ো না এ দু'হাত কখনও তুমি,
খুব বেশি নয়, এই পরিচয়
তবুও তোমায় অনেক আপন মনে হয়।

হয়নি বলা কখনো
তুমি কতটা প্রিয়,
হো.. চোখটা দেখে, মনটা ছুঁয়ে
তুমিতো বুঝে নিও।

তুমি ছাড়া আমি নিঃস্ব একদমই
ছেড়োনা এ দু'হাত কখনও তুমি,
খুব বেশি নয়, এই পরিচয়
তবুও তোমায় অনেক আপন মনে হয়।

কতকিছু ভাবে মন
ভয়ে থাকি সারাক্ষণ,
ও.. যদি তোমায় আমি হারাই
বাঁচবো কি নিয়ে তখন ?

তুমি ছাড়া আমি নিঃস্ব একদমই
ছেড়োনা এ দু'হাত কখনও তুমি,
খুব বেশি নয়, এই পরিচয়
তবুও তোমায় অনেক আপন মনে হয়।

***সমাপ্ত***

NOTE: If you find any mistake in this lyrics...Please let us know in comments box below..Thanks

Loved it ? Share it with your friends!

0 Response to "Apon Mone Hoy (আপন মনে হয়) LYRICS - Imran Mahmudul"

Post a Comment