Song Credits:
◘ Song: Ghum Valobashi
◘ Vocal, Tune & Lyrics : Samz Vai
◘ Music : Tanzil Hasan
◘ Music Label: Eagle Music
◘ Audio download: Click Here
:::: ঘুম ভালোবাসি - ঘুম ভালো বাসিরে ::::
আজ এই নিশিতে মন কাঁদবে সারা রাত
কেউ তো এসে আর দেখবে না
ওরে কেউ তো বুঝে না হাসি মুখের ভিতরে
লুকিয়ে থাকা যন্ত্রনা। (x2)
আহা কি জাদু করলি, ওরে ও পাগলি
তোরে ভুলে থাকা যায় না,
আমি যেদিকেই তাকাই তোরেই দেখতে পাই
চারো দিকে মনে হয় আয়না।
ঘুম ভালোবাসি রে,
আমি ঘুম ভালোবাসি রে,
ঘুমাইলে তোর স্মৃতি গুলো ভুইলা থাকি রে।
আমি চক্ষু মেলিলে, তোরে খুইজা না পাইলে
এই বুকের ভিতর পরান পাখি
কাইন্দা মরে রে।
তোরে ছাড়া একা লাগে আমার প্রতি সময়
ধীরে ধীরে যাচ্ছে পুড়ে অবুঝ এই হৃদয়,
যার কারনে পুড়ছে এ বুক সে তো বুঝে না
অন্য কারো বুকে এখন তাহার ঠিকানা..
ঘুম ভালোবাসি রে,
আমি ঘুম ভালোবাসি রে,
ঘুমাইলে তোর স্মৃতি গুলো ভুইলা থাকি রে।
আমি চক্ষু মেলিলে, তোরে খুইজা না পাইলে
এই বুকের ভিতর পরান পাখি
কাইন্দা মরে রে।
আ.....আ....আ.....আ.......
আর কেউ না জানুক হায়
তুইতো জানতি মোরে,
মনো-প্রাণ দিয়া কত বাসছি ভালো তোরে।
ও.. ভালোবাসার তুই কি দিলি
এই কি প্রতিদান,
মান কুলমান সব ডুবাইলি, করলি অপমান।
ঘুম ভালোবাসি রে,
আমি ঘুম ভালোবাসি রে,
ঘুমাইলে তোর স্মৃতি গুলো ভুইলা থাকি রে।
আমি চক্ষু মেলিলে, তোরে খুইজা না পাইলে
এই বুকের ভিতর পরান পাখি
কাইন্দা মরে রে।
***END***
NOTE: If you find any mistake in this lyrics.. Please let us know in comments box below..Thanks
0 Response to "Ghum Valobashi (ঘুম ভালোবাসি) Bangla Lyrics - Samz Vai | Tanzil Hasan"
Post a Comment