Ami To Vala Na Vala Loiyai Thaiko Lyrics: Presenting 'Ami To Vala Na Vala Loiyai Thaiko" Bengali Folk Song Lyrics in Bangla. The song is sung by Kamruzzaman Rabbi. Lyric & Tune by Mahbub Shah.
SONG CREDITS:
◘ Song: Ami To Vala Na Vala Loiyai Thaiko
◘ Singer: Kamruzzaman Rabbi
◘ Lyric & Tune: Mahbub Shah
◘ Download Audio: Click Here
:::: AMI TO VALA NA VALA LOIYAI THAIKO Lyrics ::::
অতীতের কথা গুলো
পুরনো স্মৃতি গুলো
মনে মনে রাইখো
আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো (২)
তুমি আমার স্বপ্ন আশা তুমি ভালবাসা
তোমারে না পাইলে এই জীবন বৃথা (বন্ধু)
অন্তরে না রাখলেও মুখে মুখে রাইখো
আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো (২)
পথে আমি পড়ে ছিলাম বুকে টেনে নিলে
বুকে টেনে নিয়ে কেনো এতো ব্যাথা দিলে (বন্ধু)
জিন্দা থাকতে না ডাকিলে ও মইরা গেলে ডাইকো
আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো (২)
মাহবুব ভেবে বলে মায়ের কোলেই ভালা
মায়ের কোল ছেড়ে দেখি সংসারেতে জ্বালা (দয়াল)
দুনিয়ার সবাই ভালা তাগোই বুকে রাইখো
আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো (২)
***সমাপ্ত***
NOTE: If you find any mistake in this lyrics...Please let us know in comments box below..Thanks
❤️❤️❤️
ReplyDeleteগানের কথাগুলো সত্যিই হৃদয় ছুঁয়ে গেল!
ReplyDeleteNice song... thanks for sharing with us.
ReplyDelete