-->

AMI TOMAR GOLPO HOBO Lyrics - Minar Rahman | Bangla Lyrics | LyricsHutz


AMI TOMAR GOLPO HOBO Lyrics: 
Presenting "Ami Tomar Golpo Hobo" Bengali song lyrics in Bangla. This song is sung By Minar Rahman & Lyrics planned By Minar Rahman . This is the Title Track of "CloseUp Kache Ashar Golpo 2018".
















SONG CREDITS:

Song Name : Ami Tomar Golpo Hobo
Singer : Minar Rahman
Lyrics : Minar Rahman
Drama : CloseUp Kache Ashar Golpo
Release Date :Mar 7, 2018

Audio Download: Click Here




AMI TOMAR GOLPO HOBO Lyrics:

আমি নিজেকে আজ হারিয়ে কোথায় আছি ?
এই শহরে কেন মিছে এই কান্নাকাটি ?
তুমি যেথা যাও , সেথায় চেয়ে থাকি ,
আমি তোমার সঙ্গে যাবো .... ।

তুমি নীরবে, একা দাঁড়িয়ে কাকে ভাবো?
দূরে আকাশটা যেন চাইছে তাকেই ডাকো।
তাই যেথা যাও , সেথায় ছুঁটে চলি।

আমি তোমার গল্প হবো ,
আমি জানি না, কেন জানি না,
কোন সে মায়াতে পড়ছি বাঁধা।
আমি পারি না , আর তো পারি না ,
ভুলে থাকতে তোমায় একা...
আমি জানি না, বুঝি না , যায় কি , ভালোবাসা .....।


ধুলো পড়া এই পথটায় হেটে চলা ,
কত কি আছে , তার কিছুই হয়নি বলা ...
তুমি যেথা যাও , সেথায় চেয়ে থাকি ,
আমি তোমার সঙ্গে যাবো .... ।

তবে হবে কি , ওই দূরের দূরের তাঁরা,
চলো দু'জনে , দেখি জোছনার ঘরে ফেরা ...
তাই যেথা যাও, সেথায় ছুঁটে চলি ,
আমি তোমার গল্প হবো ... ....।


আমি জানি না, কেন জানি না ,
কোন সে মায়াতে পড়ছি বাঁধা...
আমি পারি না , আর তো পারি না ,
ভুলে থাকতে তোমায় একা...।
আমি জানি না, বুঝি না , যায় কি , ভালোবাসা ।


আমি জানি না, কেন জানি না ,
কোন সে মায়াতে পড়ছি বাঁধা...
আমি পারি না , আর তো পারি না ,
ভুলে থাকতে তোমায় একা... ।

আমি জানি না, বুঝি না , যায় কি , ভালোবাসা ।
আমি জানি না, বুঝি না , যায় কি , ভালোবাসা ।

***সমাপ্ত***

Loved it ? Share it with your friends!

0 Response to "AMI TOMAR GOLPO HOBO Lyrics - Minar Rahman | Bangla Lyrics | LyricsHutz"

Post a Comment