-->

Jodi Thakte Tumi (যদি থাকতে তুমি Song LYRICS - Hasan S. Iqbal

 “Jodi Thakte Tumi” song is sung by Hasan S. Iqbal - Bengali new song. Music composed by Soundhacker and “Jodi Thakte Tumi” lyrics in Bengali written by Hasan S. Iqbal.


🎧 SONG CREDITS

◘ Song: Jodi Thakte Tumi

◘ Vocal, Lyrics & Tune: Hasan S. Iqbal

◘ Music: Soundhacker

◘ Cinematography: Rayhan Khan

◘ Edit: Rayhan Khan

◘ Mix & Master: Sharif Sumon Ghuddy


📥 Audio download: Click Here


Jodi Thakte Tumi by Hasan S. Iqbal


:::: JODI THAKTE TUMI - LYRICS IN BENGALI ::::

যদি থাকতে তুমি

বাঁচতে আমার লাগতো না কঠিন,

যদি থাকতে তুমি।

যদি থাকতে তুমি

কাটতো আমার দিনগুলো রঙ্গিন,

যদি থাকতে তুমি।


যদি থাকতে তুমি

সামনে তোমার এনে দিতাম সব

যা যা চাইতে তুমি,

তুমি বলার আগে বুঝতাম আমি

যখন মন খারাপ করে থাকতে তুমি।


এমন হবে কোনো দিন

আমি আগে ভাবিনি,

এমন হবে কোন দিন

আমি আগে ভাবিনি,

যে আমায় ছাড়া বাঁচতো না আজ

সে কেন বিলীন ?


যদি থাকতে তুমি

বাঁচতে আমার লাগতো না কঠিন,

যদি থাকতে তুমি।

যদি থাকতে তুমি

কাটতো আমার দিনগুলো রঙ্গিন,

যদি থাকতে তুমি।।


আমার চোখে ভাসে শুধু তোমার ঐ মুখ

কানে বাজে তোমার গলার স্বর।


আমার চোখে ভাসে শুধু তোমার ঐ মুখ

কানে বাজে তোমার গলার স্বর,

তোমায় মনে পড়লে করি শুধু পাগলামি

উঠে এই মাতাল মনে ঝড়।


এমন হবে কোনো দিন

আমি আগে ভাবিনি,

এমন হবে কোন দিন

আমি আগে ভাবিনি,

যে আমায় ছাড়া বাঁচতো না আজ

সে কেন বিলীন ?


যদি থাকতে তুমি

বাঁচতে আমার লাগতো না কঠিন,

যদি থাকতে তুমি।

যদি থাকতে তুমি

কাটতো আমার দিনগুলো রঙিন,

যদি থাকতে তুমি।।


মাঝে মাঝে ভাবি

সব দোষ যে আমারি,

আমায় ভুলে যাওয়াটাই সহজ।


মাঝে মাঝে ভাবি

সব দোষ যে আমারি,

আমায় ভুলে যাওয়াটাই সহজ।

তুমি কবে আসবে

ভালোবাসবে আমাকে,

এখনো এই আশায় থাকি রোজ।


এমন হবে কোনো দিন

আমি আগে ভাবিনি,

এমন হবে কোন দিন

আমি আগে ভাবিনি,

যে আমায় ছাড়া বাঁচতো না আজ

সে কেন বিলীন ?


যদি থাকতে তুমি

বাঁচতে আমার লাগতো না কঠিন,

যদি থাকতে তুমি।

যদি থাকতে তুমি

কাটতো আমার দিনগুলো রঙ্গিন,

যদি থাকতে তুমি।।


***সমাপ্ত***


N.B: If you find any mistake in these lyrics...Please let us know in the comments box below..Thanks

Loved it ? Share it with your friends!

0 Response to "Jodi Thakte Tumi (যদি থাকতে তুমি Song LYRICS - Hasan S. Iqbal"

Post a Comment