“Ami Tomar Kache Jabo” song is sung by Minar Rahman - Bengali new song. Starring: Minar, Syeda Mehnaj Tarannum and Prantar Dastider. Music composed by and “Ami Tomar Kache Jabo” lyrics in Bengali written by Minar Rahman. The label of the song is Gaanchill Music.
🎧 SONG CREDITS
◘ Song: Ami Tomar Kache Jabo
◘ Singer: Minar Rahman
◘ Lyrics, Tune Composition: Minar Rahman
◘ Music arrangement: Rezwan Sheikh
◘ Director: Mir Shariful Karim Srabon
◘ First AD & Executive Producer: Prantar Dastider
◘ Label: Gaanchill Music
📥 Audio download: Click Here
:::: AMI TOMAR KACHE JABO - LYRICS IN BENGALI ::::
আমি তোমার কাছে যাবো
কেউ জানতেও পারবেনা,
আমি তোমার পাশে রবো
কেউ বুঝতেও পারবেনা।
আমি নিজেকে হারিয়ে কোথায় পালিয়ে
আমি তোমার কাছে যাবো,
কেউ বুঝতেও পারবেনা ..
আমি তোমার কাছে যাবো
কেউ জানতেও পারবে না,
আমি তোমার পাশে রবো
কেউ বুঝতেও পারবে না।
আমি নিজেকে হারিয়ে কোথায় পালিয়ে
আমি তোমার কাছে যাবো,
কেউ জানতেও পারবেনা।
ওই আকাশের কতটা তারও দূরে
চোখ জুড়িয়ে কতটা ফানুস উড়ে
আমি কে?
আমি তোমার সাথে যাবো
পিছুটান রবে না,
আমি তোমার পাশে বসে
কোনো গল্প বলবো না।
আমি নীরবে দাঁড়িয়ে
ঝুম বৃষ্টি হয়ে,
শুধু তোমায় ঘিরে রেখে
আরতো ঝরবো না।
সেই পথে আর হাঁটতেও পারবোনা
ওই চোখে চোখ রাখতেও পারবোনা,
ঘুম ভাঙা সকাল ডাকবে না, ডাকবে না
রোদ মাখা বিকেল হাসবে না, হাসবে না।
আমি তোমার কাছে যাবো
কেউ জানতেও পারবেনা,
আমি তোমার পাশে রবো
কেউ বুঝতেও পারবেনা।
আমি নিজেকে হারিয়ে, কোথায় পালিয়ে
আমি তোমার কাছে যাবো ও ও..
***সমাপ্ত***
N.B: If you find any mistake in these lyrics...Please let us know in the comments box below..Thanks
0 Response to "Ami Tomar Kache Jabo (আমি তোমার কাছে যাবো) Song LYRICS - Minar Rahman"
Post a Comment