“Bhebe Bolna Tui” song is sung by Mahtim Shakib - Bengali song new song. The label of the song is Soundtek. Music composed by and “Vebe Bolna Tui Valobasish Kina” lyrics in Bengali written by Ahmed Razeeb.
🎧 SONG CREDITS
◘ Song : Bhebe Bolna Tui
◘ Singer : Mahtim Shakib
◘ Lyric, Tune & Music : Ahmed Razeeb
◘ Direction : Soumitra Ghose Emon
◘ Post : Rain Drops
◘ Label : Soundtek
📥 Audio download: Click Here
:::: BHEBE BOLNA TUI - LYRICS IN BENGALI ::::
চাইছি তোর এ চোখে
থাকবে শুধু ঘোর,
ভুলবি তুই আমায় নিয়ে
দুঃখ যত তোর।
চাইছি তুই আবার এসে
রাখবি হাতে হাত,
কাঁধে তোর মাথা রেখে
আসবে রে প্রভাত ..
ভেবে বলনা তুই ভালোবাসিস কিনা?
ভেবে দেখনা তুই ভালোআছিস কিনা।
চাইছে মন তোর আলোতে
হাঁটবে পুরোটা পথ,
ভাঙ্গবোনা জেনে রাখিস
ভালোবাসার শপথ।
শোননা তুই মনের কথা
নয়তো কল্পনা,
বাঁচবোনা না তুই ছাড়া
মিথ্যে গল্প না ..
ভেবে বলনা তুই ভালোবাসিস কি না?
ভেবে দেখনা তুই ভালোআছিস কি না।
চাইছি তোর এ চোখে
থাকবে শুধু ঘোর,
ভুলবি তুই আমায় নিয়ে
দুঃখ যত তোর।
চাইছি তুই আবার এসে
রাখবি হাতে হাত,
কাঁধে তোর মাথা রেখে
আসবে রে প্রভাত ..
ভেবে বল না তুই ভালোবাসিস কিনা?
ভেবে দেখ না তুই ভালোআছিস কিনা।
***সমাপ্ত***
N.B: If you find any mistake in these lyrics...Please let us know in the comments box below..Thanks
0 Response to "Bhebe Bolna Tui (ভেবে বলনা তুই) Song LYRICS - Mahtim Shakib"
Post a Comment