“Priyotama” song is sung by Anirban Bhattacharya - Bengali song from “Dracula Sir” movie. Starring: Anirban Bhattacharya and Mimi Chakraborty. Originally this song is Sung by and Tune by Durjoy Chowdhury. “Priyotama” lyrics in Bengali written by Ritam Sen.
🎧 SONG CREDITS
◘ Song: Priyotama
◘ Movie: Dracula Sir
◘ Singer: Anirban Bhattacharya
◘ Lyrics: Ritam Sen
◘ Original Composition: Durjoy Choudhury
◘ Director: Debaloy Bhattacharya
◘ Label: SVF
📥 Audio download: Click Here
:::: PRIYOTAMA - LYRICS IN BENGALI ::::
এ নিশীথে অনায়াসে
খেলা করে আলো ছায়া,
দূরে পথ ভেসে আছে
ডুবে গেছে আসা যাওয়া।
একা হাঁটে কুহকিনী নীরবতা করতলে
অন্তবিহীন কুঁড়ি ফোটে
ঝরে যাবে বলে,
তোমাকে সাজাবে বলে
কোটি কথা করি জমা,
আশা রাখি দেখা হবে
শুভরাত্রি প্রিয়তমা।
এ আঁধারে মায়া বাড়ে
পারো যদি কোরো ক্ষমা,
আশা রাখি দেখা হবে
শুভরাত্রি প্রিয়তমা।
এ সমাধি ঘিরে জমে সমসাময়িক কোলাহল
কেঁপে ওঠে পরিচিত অপরাধী শব্দদল,
একে একে ঘর ভাঙে কাছে ডাকে জলরাশি
তুমি আছো অনুভবে দ্রুতপায়ে সরে আসি,
এ আঁধারে মায়া বাড়ে পারো যদি কোরো ক্ষমা
আশা রাখি দেখা হবে শুভরাত্রি প্রিয়তমা।
***সমাপ্ত***
N.B: If you find any mistake in these lyrics...Please let us know in the comments box below. Thanks
0 Response to "Priyotama প্রিয়তমা) Song LYRICS - Anirban Bhattacharya"
Post a Comment