-->

Ektukhani (একটুখানি) Song LYRICS - Minar Rahman

Ektukhani” song is sung by Minar Rahman - Bengali song from “Keno”. Starrng: Tawsif Mahbub and Mehazabien Chowdhury. Music Composed by Minar Rahman & “Ektukhani Dekhbo Bole” lyrics in Bengali written by Asif Iqbal.


🎧 SONG CREDITS

◘ Song : Ektukhani

◘ Singer : Minar Rahman

◘ Lyrics : Asif Iqbal

◘ Tune & Composition : Minar Rahman

◘ Music Arrangement : Sajid Sarker

◘ Director : Mahmudur Rahman Hime

◘ Producer :  Asif Iqbal

◘ Label : Gaanchill Music


📥 Audio download: Click Here


Porichoy by Anupam Roy



:::: EKTUKHANI - LYRICS IN BENGALI ::::

একটুখানি দেখবো বলে

আকাশ পাতাল ইচ্ছে আমার

মনেতে সারাটি ক্ষণ শুধুই উঁকি দিচ্ছে।


তুমি স্বপ্নে দেখা রাজকন্যা যেন

আমায় তুমি দেখেও এখন

দেখছো না যে কেন?

ভালোবাসা বুঝি এমনই তো হয়

কোনো কিছুই, কোনো কিছুই

মানছে না তো হৃদয়।


এত চেনা শহরে, অন্য আদরে

অন্য মায়াতে, আমায় ছেড়ে

তুমি কোথায় বলো চলে যাও?


একটু পাশে রাখবো তোমায়

অবুঝ সবুজ ইচ্ছে আমার,

হৃদয়ে তোমারই গান

শুধুই বুঝি বাজছে।


তুমি রূপকথারই রাজকন্যা যেন

একটু হেসে আমায় তুমি

ডাকছো না যে কেন?

ভালোবাসা তো এমনই হয়

কোনো কিছুই, কোনো কিছুই

মানছেনা তো হৃদয়।


এত চেনা শহরে, অন্য আদরে

অন্য মায়াতে, আমায় ছেড়ে

তুমি কোথায় বলো চলে যাও?


নীল আর হলুদে রাজ প্রহরা মাখামাখি

মনের ভেতরে পাগল ডাকাডাকি,

তাকিয়েই থাকি, তাকিয়েই থাকি

আমার দু'চোখে তোমাকে ধরে রাখি,

তোমাকে ধরে রাখি ও..


এত চেনা শহরে, অন্য আদরে

অন্য মায়াতে, আমায় ছেড়ে

তুমি কোথায় বলো চলে যাও?


***সমাপ্ত***


N.B: If you find any mistake in these lyrics...Please let us know in the comments box below..Thanks

Loved it ? Share it with your friends!

0 Response to "Ektukhani (একটুখানি) Song LYRICS - Minar Rahman "

Post a Comment