“Na Thaka Jure” song is sung by Mahtim Shakib from “Charur Biye” Bangla Natok Song. Featuring: Ziaul Faruq Apurba and Mehazabien Chowdhury. Music composed by Sajid Sarkar and Lyrics written by Shomeshwar Oli.
🎧 SONG CREDITS
◘ Song: Na Thaka Jure
◘ Drama : Charur Biye
◘ Singer: Mahtim Shakib
◘ Tune & Music: Sajid Sarkar
◘ Lyrics: Shomeshwar Oli
◘ Music Label: Central Music and Video [CMV]
📥 Audio download: Click Here
🎼 NA THAKA JURE LYRICS IN BENGALI
কিছু অক্ষর ছিল এলোমেলো
একে একে সাজিয়ে রাখলাম,
মুঠো হতে ছড়িয়ে গেলো
মিষ্টি মধুর সে ডাকনাম।
তোমারি আলোতে, তোমারি ভালোতে
জেগে আছি আমি,
আমারি গোপনে আমারি স্বপ্নে তুমি।
তুমি তোমার না থাকা জুড়ে
আমায় রেখে দাও,
তুমি আমার না থাকা জুড়ে
তোমায় রেখে যাও।
কিছু অক্ষর ছিল এলোমেলো
একে একে সাজিয়ে রাখলাম,
মুঠো হতে ছড়িয়ে গেলো
মিষ্টি মধুর সে ডাকনাম।
চোখের ভেতর থেকে রাত জাগা ঘুম
ও.. বেরিয়ে পড়েছে আজ বেমালুম,
খুঁজেছে তোমাকে রাতের তারা
এলো তোমাকে পাওয়ার মরশুম।
তুমি তোমার না থাকা জুড়ে
আমায় রেখে দাও,
তুমি আমার না থাকা জুড়ে
তোমায় রেখে যাও।
কিছু অক্ষর ছিলো এলোমেলো
একে একে সাজিয়ে রাখলাম,
মুঠো হতে ছড়িয়ে গেলো
মিষ্টি মধুর সে ডাকনাম।
শাড়ির আঁচল দিল ঘোর লাগা দিন
কারণ বারনে হয়ে অমলিন,
বুঝেছে তোমাকে অবুঝ ছেলে
তোমাকে নিয়ে হলো সে রঙিন।
তুমি তোমার না থাকা জুড়ে
আমায় রেখে দাও,
তুমি আমার না থাকা জুড়ে
তোমায় রেখে যাও।
***সমাপ্ত***
NOTE: If you find any mistake in this lyrics...Please let us know in comments box below..Thanks
🎧 SONG CREDITS
◘ Song: Na Thaka Jure
◘ Drama : Charur Biye
◘ Singer: Mahtim Shakib
◘ Tune & Music: Sajid Sarkar
◘ Lyrics: Shomeshwar Oli
◘ Music Label: Central Music and Video [CMV]
📥 Audio download: Click Here
Na Thaka Jure by Mahtim Shakib
🎼 NA THAKA JURE LYRICS IN BENGALI
কিছু অক্ষর ছিল এলোমেলো
একে একে সাজিয়ে রাখলাম,
মুঠো হতে ছড়িয়ে গেলো
মিষ্টি মধুর সে ডাকনাম।
তোমারি আলোতে, তোমারি ভালোতে
জেগে আছি আমি,
আমারি গোপনে আমারি স্বপ্নে তুমি।
তুমি তোমার না থাকা জুড়ে
আমায় রেখে দাও,
তুমি আমার না থাকা জুড়ে
তোমায় রেখে যাও।
কিছু অক্ষর ছিল এলোমেলো
একে একে সাজিয়ে রাখলাম,
মুঠো হতে ছড়িয়ে গেলো
মিষ্টি মধুর সে ডাকনাম।
চোখের ভেতর থেকে রাত জাগা ঘুম
ও.. বেরিয়ে পড়েছে আজ বেমালুম,
খুঁজেছে তোমাকে রাতের তারা
এলো তোমাকে পাওয়ার মরশুম।
তুমি তোমার না থাকা জুড়ে
আমায় রেখে দাও,
তুমি আমার না থাকা জুড়ে
তোমায় রেখে যাও।
কিছু অক্ষর ছিলো এলোমেলো
একে একে সাজিয়ে রাখলাম,
মুঠো হতে ছড়িয়ে গেলো
মিষ্টি মধুর সে ডাকনাম।
শাড়ির আঁচল দিল ঘোর লাগা দিন
কারণ বারনে হয়ে অমলিন,
বুঝেছে তোমাকে অবুঝ ছেলে
তোমাকে নিয়ে হলো সে রঙিন।
তুমি তোমার না থাকা জুড়ে
আমায় রেখে দাও,
তুমি আমার না থাকা জুড়ে
তোমায় রেখে যাও।
***সমাপ্ত***
NOTE: If you find any mistake in this lyrics...Please let us know in comments box below..Thanks
0 Response to "Na Thaka Jure (না থাকা জুড়ে) LYRICS - Mahtim Shakib | Charur Biye"
Post a Comment