-->

Tui Boro Beiman Re Bondhu (তুই বড় বেইমান রে বন্ধু) LYRICS - Samz Vai

Tui Boro Beiman Re Bondhu” song is sung by Samz Vai Bengali Song. Starring: Mahin, Lamima Lam and Sayeem. Music Composed by Ankur Mahamud and Song lyrics written by Samz Vai.


🎧 SONG CREDITS
◘ Song: Tui Boro Beiman Re Bondhu
◘ Vocal, Tune & Lyrics: Samz Vai
◘ Music: Ankur Mahamud
◘ Label: Eagle Music

📥 Audio download: Click Here

Tui Boro Beiman Re Bondhu by Imran


🎼 TUI BORO BEIMAN RE BONDHU - LYRICS IN BENGALI

আমার সাধের রঙিন স্বপ্নো গুলা
কাইড়া নিলো কে,
আমারে ভুইলা গিয়া
ভালোই আছে সে।
আমার অগোছালো জীবনটা গুছায় দিবো কে
হারানো সব ভালোবাসা দে ফিরাইয়া দে,
ভুইলা গেলি আমারে তুই নতুন কোনো টানে
কষ্ট গুলা উড়ায় দিলাম কইয়া গানে গানে।

তুই বড় বেইমান রে বন্ধু তুই বড় বেইমান
না বুঝিয়া তোর প্রেমেতে দিলাম মনো প্রান।

ও.. কাটছে সময় ব্যস্ত সুখে
মগ্ন নতুন মায়ায়,
দিন কাটে তোর কার ভাবনায়
চলিস কার ইশারায় ?
যায়না ভোলা কোনো স্মৃতি
কেমনে পারলি তুই?
এখন মনের দুঃখ, মনের কথা
করে আমি কোই ?

যদি পারিস থাকিতে তুই আমাকে ভুলে
আমি শুকনো পাতার মতো ঝরবো তাহলে।

তুই বড় বেঈমান রে বন্ধু তুই বড় বেঈমান
না বুঝিয়া তোর প্রেমেতে দিলাম মনো প্রান।

তোর আশায় আশায় দিন গেলো ফুরিয়া
কি পেলাম তোরে ভালবাসিয়া,
আমার এ মন জানে
কতটা গেঁথে আছিস হৃদয়টা জুড়ে।
ভালোবেসে তোরে
অবশেষে রইলাম আমি একা ঘরে,
দিন কাটেনা রাত নির্ঘুম তোর ভাবনায়
সময় আমার ফুরায় গেলো
তোর আশায় আশায় রে,
সময় আমার ফুরায় গেলো
তোর আশায় আশায়।

তুই বড় বেইমান রে বন্ধু তুই বড় বেইমান
না বুঝিয়া তোর প্রেমেতে দিলাম মনো-প্রান,
তুই বড় বেইমান রে বন্ধু তুই বড় বেইমান
ভুল বুঝিয়া তোর প্রেমেতে দিলাম মনো প্রান।

***সমাপ্ত***

NOTE: If you find any mistake in this lyrics...Please let us know in comments box below..Thanks

Loved it ? Share it with your friends!

0 Response to "Tui Boro Beiman Re Bondhu (তুই বড় বেইমান রে বন্ধু) LYRICS - Samz Vai"

Post a Comment