-->

TUMI JE AMAY KHUB BIROKTO KORCHO Lyrics - Dipanwita Bhattacharjee | Reply of LOKKHITI | LyricsHutz

Tumi Je Amay Khub Birokto Korcho Lyrics (REPLY OF LOKKHITI ): Presenting reply of the famous melodious Song "Lokkhiti" Titled Tumi Je Amay Khub Birokto Korcho. While the lyrics was written by the talented Dipanwita Bhattacharjee. The original song "Lokkhiti " is from Bengali Movie Drishtikone starring Prasenjit, Rituparna.












Song Credits:
◘ Song : Tumi Je Amay Khub Birokto Korcho (Reply of LOKKHITI)
◘ Lyrics: Dipanwita Bhattacharjee 

◘ Audio download: Click Here


:::: Tumi Je Amay Khub Birokto korcho Lyrics (Bangla) ::::

তুমি যে আমায় খুব বিরক্ত করছো
বলেছি কি আমি তা তোমায়?
হয়তো প্রয়োজন ভীষণভাবে
আমি ভুলতেই পারছি না তাই। (২)

তুমি চিনলে না এখনো আমায়,
আজো চিঠি ভেজে চোখের নোনায়,
আমার তো বুক জুড়ে বারুদের কণা শুধু,
অভিমান থাকবে কোথায়?
অভিমান থাকবে কোথায়?
তুমি যে আমায় খুব বিরক্ত করছো,
বলেছি কি আমি তা তোমায়?
হয়তো প্রয়োজন ভীষণভাবে,
আমি ভুলতেই পারছি না তাই। (২)

তুমি চিনলে না এখনো আমায়,
আজো চিঠি ভেজে চোখের নোনায়,
আমার তো বুক জুড়ে বারুদের কণা শুধু,
অভিমান থাকবে কোথায়?
অভিমান থাকবে কোথায়?

প্রতিটা চেনাশোনা পথের বাঁক
চোখে-ঠোটে লেগে থাকা দূরস্বভাব,
ভালোবেসে বলোনি তো রাখো ধরে
আটকাবো কেনো তবে জোর করে। (২) 

কতরাত চোখ বুজে তোমাকেই শুধু দেখি
খবর তো তুমি রাখো না !
কত খত আজো ঢেকে কথার আড়ালে কই
তুমিও তো বুঝে ওঠো না। (২)

তোমারো তো আমি কেউ নই
খুব চেনা ধুলো জমা বই
সেই ভাবে চেয়ে দেখো
আজো আমি একই আছি
একেবারে আগের মতোই। (২)

প্রতিটা চেনাশোনা পথের বাঁক
চোখে-ঠোটে লেগে থাকা দূরস্বভাব,
ভালোবেসে বলোনি তো রাখো ধরে
আটকাবো কেন তবে জোর করে..

তুমি যে আমায় খুব বিরক্ত করছো
বলেছি কি আমি তা তোমায়?
হয়তো প্রয়োজন ভীষণভাবে
আমি ভুলতেই পারছি না তাই। (২)

তুমি চিনলে না এখনো আমায়
আজো চিঠি ভেজে চোখের নোনায়
আমার তো বুক জুড়ে বারুদের কণা শুধু
অভিমান থাকবে কোথায়?
অভিমান থাকবে কোথায়?

***সমাপ্ত***

Note: If you find any mistake in these lyrics...Please let us know in the comments box below..Thanks

Loved it ? Share it with your friends!

0 Response to "TUMI JE AMAY KHUB BIROKTO KORCHO Lyrics - Dipanwita Bhattacharjee | Reply of LOKKHITI | LyricsHutz"

Post a Comment